নদীতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিল সহ কার্গো জাহাজ আটক করলো র‌্যাব- ৬ সাতক্ষীরা কোম্পানি

দ্বারা zime
০ মন্তব্য 545 দর্শন

 

ইয়ারব হোসেন: র‌্যাব-৬, সিপিসি-১, ক্যাম্পের সদস্যরা একত অভিযান চালিয়ে একটি কার্গো জাহাজ৩ জনকে আটক ও ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পূর্ব বারোইখালী (ফেরী ঘাট সংলগ্ন) এলাকায় একটি কার্গো জাহাজসহ উপরোক্তদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পূর্ব বারোইখালী (ফেরী ঘাট সংলগ্ন) এলাকায় একটি কার্গো জাহাজে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ভারতীয় পন্য নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিসি-১, র‌্যাব-৬, সাতক্ষীরা এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পূর্ব বারোইখালী গ্রামস্থ পানকুচি নদীর (বারোইখালী ফেরীঘাট) এলাকায় এমভি প্রিন্স অব বঙ্গতরী জাহাজ আটক করে। পরে তল্লাশী করে ভিতর থেকে ৯৫০ (নয়শত পঁঞ্চাশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত জাহাজের মাষ্টার মোঃ মোসলেম উদ্দিন(৫১), গ্রিজারম্যান মোঃ সিরাজ উদ্দিন(৪৮), উভয় পিতা- মৃত আবুল হোসেন, সাং- আলোকদিয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, সহকারী মাষ্টার মোঃ ফারুক হোসেন(৩৩), পিতা- মোঃ হানিফ, সাং-দক্ষিন বেজুগালিয়া, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করায় তাদের গ্রেফতার করা হয়।


পরবর্তীতে জব্দকৃত এমভি প্রিন্স অব বঙ্গতরী কার্গো জাহাজ ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন