মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ভবনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া তার জীবদ্দশায় আন্দোলন সংগ্রাম করে গেছেন। নারীদের ঘরের বন্দী জীবনদশা থেকে মুক্তির চেষ্টা ও নারীর অধিকার আদায়ে বেগম রোকেয়া স্মরনীয় হয়ে আছে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা, জুবায়ের হোসেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সাহানা মহিদ, পারভীন আক্তার, মনোয়ারা খাতুন প্রমুখ। জেলা পর্যায়ে ৫জন ও উপজেলা পর্যায়ে ৫জন মোট ১০ জন নারীকে সমাজ জীবনে বিশেষ অবদান রাখাার জন্য জয়িতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী জোৎন্সা দত্ত ও নাজমুল আলম মুন্না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন