শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা পুলিশ লাইন্সে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর সহযোগিতায় পুলিশ লাইন্সে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় অসহায় গরীব এবং পুলিশ সদস্যদের আত্মীয় স্বজন দের   মধ্যে এ চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

মঙ্গলবার দিন ব্যাপি এক হাজার মানুষের মধ্যে এ সেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,হেড কোয়াটার সার্কেল জিয়াউর রহমান,ডিএসবির সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,জেলা অপারেশন কট্রোল পরিদর্শক আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোমিন হোসেন,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডাঃ ইমরুল কায়েস, জিমি, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ।

এ সময় বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর ১১২ তম ক্যাম্পেইন এর মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম বিনামূল্যে সাতক্ষীরা পুলিশ লাইন্সের গ্রিলসেডে চিকিৎসা সেবা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন