“খুলনা রেঞ্জ পুলিশের নভেম্বর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স)  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সভায় বিভাগের দশটি জেলার অপরাধ চিত্র পর্যালোচনা করেন রেঞ্জ ডিআইজি।এসময় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তথা উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন।

অপরাধ পর্যালোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান বিপিএম,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম,যশোরের পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মঈনুল হক,রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) আবু হেনা খন্দকার অহিদুল করিম,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়,

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম,মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান,ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান সহ র্্যাব,এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উক্ত ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন