শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা পরিচালনা পরিষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজের সহ: অধ্যাপক মোশতাক আহমেদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা শিশু একাডেমির অফিস সহকারী শেখ রফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইহসানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের স্মৃতিঘেরা বেদনাবিধুর দিন আজ। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। এসময় তিনি জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন