সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৬৭ বোতল ফেন্সিডিল ও বিদেশি পিস্তল সহ বন্দুক যুদ্ধে নিহত সাইফুল ও দিপের দুই সহযোগীকে আটক করেছে।আটককৃতরা হলেন মোঃ মোস্তাফিজুর রহমান বাবু(১৯) ও রাসেল(২১) ওরফে(পিচ্চি রাসেল)।এর মধ্যে মোস্তাফিজুর রহমান বাবু মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার পুত্র এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল মুনজিতপুর গ্রামের জহুরুল ইসলামের পুত্র।     

 

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন রবিবার সন্ধায় ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক রবিবার সকালে সাতক্ষীরা গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইসলাম, ডিবির ইন্সপেক্টর হারাণ চন্দ্র পাল, এস আই হাফিজ,এসআই মনির ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায়    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুজুলপুর এলাকা থেকে  মাস্টার মাইন্ড  সাদেকের ও (বিকাশের টাকা ছিনতাই কারী,  বন্দুক যুদ্ধে নিহত সাইফুল ও দ্বিপের অন্যতম সহযোগী)  মোস্তাফিজুর রহমান বাবু ও রাসেল কে আটক করা হয়।

সদর সার্কেল প্রেস ব্রিফিংয়ে জানান, আটকের পরে দুইজন কে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তাদের কাছে মাদক ও অস্ত্র রয়েছে।পরে তাদের তথ্য মোতাবেক শহরের মুনজিতপুরের ঈদগাহের পূর্বপাশে নির্মানাধীন একটি ভবন এবং তার পাসের একটি জলাশয় থেকে ১৬৭ বোতল ফেন্সিডিল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।তিনি জানান, আটকৃত দের নামে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো বলেন আটকৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন