প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা শেষে তাঁর কফিনে শ্রদ্ধা জানান।

এদিন সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ। পরে সামরিক কায়দায় তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিস্তারিত তুলে ধরে দোয়া চাওয়া হয় জানাজায় সমবেত সবার কাছে।

তাঁর দীর্ঘদিনের সহকর্মী, মন্ত্রিপরিষদের সদস্যসহ, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। এরপর প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

একে একে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ বিমান ও নৌ বাহিনীর প্রধান এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিবের স্মৃতিচারণ করে বিশিষ্টজনরা বলেন, ক্ষমতার খুব কাছে থেকেও সাধারণ জীবনযাপন করতেন জয়নুল আবেদীন। নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে তিনি সিদ্ধহস্ত ছিলেন।

স্মৃতিচারণ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, তিনি ছিলেন ভাল মনের একজন মানুষ। একজন দক্ষ সেনা কর্মকর্তাকে হারিয়েছি আমরা।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জেনারেল আবেদীন একজন ব্যতিক্রমী অফিসার ছিলেন। সামরিক সচিব হিসেবে তার দায়িত্ব অনুকরণীয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, আমরা একজন ভালো বন্ধু হারিয়েছি। দেশ হারিয়েছে একজন বুদ্ধিমান কর্মকর্তাকে।

পরে তার মরদেহ বিমানযোগে নেয়া হয় জন্মস্থান চট্টগ্রামের লোহাগাড়ায়। সেখানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছরের পর নিজ গ্রাম লোহাগাড়ার চুনতীতস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জানাজায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া লোহাগাড়া) সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন