আমিনুর রহমান :  “শিক্ষার আলো পৌঁছাবে সবার কাছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের মাঝে বেঞ্চ, স্কুল ভ্যান ও হুইল চেয়ারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আয়োজনে বুধবার দুপুরে শহরের সুলতানপুর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে উক্ত সামগ্রী বিতরন করা হয়।

স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আলহাজ্ব আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত স্কুল সামগ্রী বিতরন করেন, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব মার্কেটিং জানে আলম রোমেল, যশোরের ব্রাঞ্চ ম্যানেজার শেখ সাঈদ আহম্মেদ, স্কুলটির প্রধান শিক্ষিকা ফারজানা নাহিদ নিগার, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সাতক্ষীরা প্রতিনিধি সঞ্জিব কুমার সরকার, সাংবাদিক আব্দুল গফুর, সাঈদ আহমদ রঞ্জু, মনিরুজ্জামান প্রমুখ।

উক্ত অনুষ্ঠান থেকে এ সময় প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য ৩০ টি বেঞ্চ, দুটি স্কুল ভ্যান, দুটি হুইল চেয়ার, একটি শিক্ষকদের লম্বা টেবিলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন