বীরত্ব দেখিয়ে সাহসিকতার সাথে অপরাধ দমন করে কর্মক্ষেত্রে দায়িত্বপালনের স্বীকৃতিস্বরূপ ফের প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম, বার) পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি গোপালগঞ্জ জেলা পুলিশে সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত। পুলিশের দক্ষ ও বিচক্ষণ এই কর্মকর্তা নেত্রকোনা জেলার সদর সার্কেল অফিসার থাকাকালেও কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম অর্জন করেন।
এবারও রোববার (০৫ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত থেকে পদক গ্রহণ করেন তিনি।
ছানোয়ার হোসেন বিভিন্ন বিচ্ছিন্ন হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতার, বিকাশ ও বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার, দেশী-বিদেশী মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।
এরই সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা নিষ্পত্তি না হওয়া রক্তক্ষয়ী সামাজিক পুরাতন বিরোধ আলোচনায় নিষ্পত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণে ব্যাপক ভূমিকা রাখছেন। অপরাধীদের কাছে ছানোয়ার হোসেন আতংক হলেও নিরপরাধ সাধারণ মানুষের কাছে ছানোয়ার হোসেন আশ্রয়ের একমাত্র ঠিকানা বলে মন্তব্য এলাকাবাসীর।
এদিন (রোববার) বিপুল আনন্দমুখর পরিবেশে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২০।
পুলিশের নয়নাভিরাম বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের উদ্বোধন করেন। শুক্রবার (১০ জানুয়ারি) পর্যন্ত সপ্তাহের নানা কর্মসূচি চলবে।
এসময় তিনি সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। প্যারেডে অংশ নেন সহস্রাধিক পুলিশ সদস্য।