সাতক্ষীরায় মুজিব শত বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনার বর্ণাঢ্য র‌্যালি

দ্বারা zime
০ মন্তব্য 184 দর্শন

 

সাতক্ষীরায় মুজিব শত বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান এঁর নেতৃত্বে বর্ণাঢ্য একটি র‌্যালি আমতলা মোড় জেলা অফিস থেকে বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা প্রশাসক চত্বরে মিলিত হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সিসি ডাঃজিএম মুজিবুর রহমান,সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান,মেডিকেল অফিসার ক্লিনিক ডাঃ লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার মোঃ আমিনুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সামিউল ইসলাম,নিয়াজ, মাছুম বিল্লাহ,ছাবিনা ইয়াসমিন,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন কুমার,এসএসিএমও মোজাম্মেল হক,রতন কমার,রুবি হাসান,এএফআই আব্দুল ওয়াব,অফিস সহকারী রোসেনা আক্তার পিন্টু,এফপিআই মেহেদি হাসান সহ দপ্তরের সকল Fpi, সকল SACMO, সকল FWV ও সকল FWA উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা কালেক্টর চত্বরে গিয়ে জেলা প্রশাসনের র‌্যালিতে মিলিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল এই র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।


পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিজয় ফুল প্রদর্শন করা হয়।মুজিব শত বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতিসহ সরকারি-বেসরকারী দপ্তর, সামাজিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন