দেবহাটায় নানা আয়োজনে মুজিববর্ষের ক্ষণ গণনা উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 423 দর্শন

 

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে দেবহাটায় ক্ষণ গণনা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষণ গণনা’র উদ্বোধনে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে হাজারো মানুষের স্বতষ্ফুর্ত অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন বানী সম্বলিত রং বে-রংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে র‌্যালিতে র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। র‌্যালীটি দেবহাটার প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে দেবহাটা ফুটবল মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরবর্তীতে জাতীয়ভাবে সারা দেশে একযোগে এ কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে দেবহাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভায় অংশগ্রহন করেন নেতৃবৃন্দরা। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট সহ সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন ও সন্ধ্যায় দেবহাটা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন