মাহফিজুল আক্কাস:সাতক্ষীরায় শীতের প্রকোপ বাড়ায় জেকে বসেছে কনকনে তীব্র শীত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর বাদশাহ ফয়সাল মসজিদের সামনে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, ‘মুজিববর্ষে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে আমি সাতক্ষীরার কোন অসহায় মানুষকে শীতে কষ্ট পেতে দেবোনা। আমি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটর সদস্য। আমার এলাকার সকল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের লক্ষ্যে দলীয় নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শীতবস্ত্র কম্বল পাঠিয়েছি।’
এ সময় শীতার্ত দুঃস্থ্য মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাদশাহ ফয়সাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতি কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুর রহিম বাবু মেম্বর), বাদশাহ ফয়সাল মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ। এসময় প্রায় ২ শতাধিক গরীব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।