জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর উগ্যোগে
গত ১০ জানুয়ারী ২০২০ তারিখ সন্ধার পর সাতক্ষীরা সার্কিট হাউজের বিপরীতে অবস্থিত সাতক্ষীরা পুলিশ লাইন্স গেটের উপরে প্রবেশ মুখে ক্ষণগণনা যন্ত্রের অ-আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
মুজিববর্ষের কাউনডাউন যন্ত্রের উদ্বোধনের সময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (আইজিপি ব্যাচ ধারী)মোহাম্মদ ইলতুৎ মিশ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মোঃ জিয়াউর রহমান,ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,জেলা অপারেশন কট্রোল পরিদর্শক আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম,পুলিশ লাইন্স আরও ওয়ান শেখ জুয়েল হাসান সহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
আগামী ১৭ মার্চ ২০২০ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর ব্যবস্থাপনায় এ ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়। উক্ত ক্ষণগণনা যন্ত্রে ইলেকট্রনিক ডিভাইসে চালমান লাইটিং আকারে লেখা আছে……..
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” মুজিববর্ষ কাউন্ডাউন – ৫৯ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট * সাতক্ষীরা জেলা পুলিশ।যেটা ঘড়ির মত চলমান রয়েছে।
দৃষ্টিনন্দন লেখাটি নজর কেড়েছে পুলিশ সুপার কার্যালয়ে সেবা নিতে আসা প্রত্যেকটি নাগরিকের।সাথে সাথে মুজিব বর্ষের কাউন্টউন যন্ত্রটি সাতক্ষীরা পুলিশ সুপার ও পুলিশ লাইন্সের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
এব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ প্রতিবেদক কে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্স গেটের উপরে মুজিববর্ষের কাউনডাউন যন্ত্র স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর উদ্যোগে সাতক্ষীরার ৮ টি থানার প্রধান ফটকে মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে।