সোমবার ২০/০১/২০২০ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় যশোর শহরের মনিহার বাসষ্ট্যান্ডে যশোর জেলা পুলিশের উদ্যোগে আন্তঃ জেলা গণ-পরিবহণের অভ্যন্তরে জরুরী পুলিশি সেবা (৯৯৯) পাওয়ার জন্য গাড়ীর রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত ষ্টিকার সংযোজন কার্যক্রমের শুভ-উদ্বোধন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম ।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার, খ-সার্কেল, যশোর সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স গণ উপস্থিত ছিলেন।
এছাড়া যশোর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় যশোর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা মূলক বক্তব্যে উল্লেখ করেন যে-

গণ-পরিবহনের অভ্যন্তরে যাত্রীদের হয়রানি, যেকোন ধরেনের অপরাধ সংঘঠিত হওয়ার আগে কিংবা পরে অথবা কোন বাস দুর্ঘটনায় পড়লে অথবা যাত্রাপথে কোন নারী যৌন হয়রানির শিকার হলে যাত্রীরা যাতে গাড়ির নম্বরসহ অবস্থান জানিয়ে তাৎক্ষনিক ৯৯৯ ফোন করে পুলিশের সেবা নিতে পারেন, সে জন্যই যশোর জেলা পুলিশের উদ্যেগে প্রতিটি যাত্রীবাহী বাসের রেজিস্ট্রেশন নম্বর বাসের ভেতরে লাগিয়ে দেয়া হচ্ছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন