সাতক্ষীরা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ দুই জন কে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আয়নাল (৩০)। সে আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের শুকুর আলী মল্লিকের ছেলে। অপর অভিযানে আটক ওয়ারেন্ট ভুক্ত আসামীর নাম আলমগীর (৩৫) পিতা আনারুল। তার বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে।

সাতক্ষীরা থানা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার)  মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালা্হউদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ, এএসআই নুরনবী, কনস্টেবল একরামুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায়                বুধবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের খুলনা রোড মোড় থেকে আয়নাল(৩০) কে ১ কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হয় পুলিশের ঐ চৌকস টিম।

অপর একটি অভিযানে সাতক্ষীরা থানার এএসআই আবু তাহের, কনস্টেবল নেওয়াজ ও সঙ্গীয় ফোর্স ঝাউডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি দীর্ঘ দিন পলাতক থাকা আলমগীর কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে বলেন আটককৃত মাদক ব্যবয়ারীর নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে তিনি আরো জানান ওয়ারেন্ট ভুক্ত আসামি কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন