বুধবার সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি ডিসি মোস্তফা কামাল বলেন শিশুদের কে উন্নত, মননশীল, আদর্শ ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে।এসময় তিনি আরো বলেন দেহ ও মন প্রফুল্ল না থাকলে উন্নত চিন্তা করা যাবে না। উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে শিশুদের উন্নত চিন্তা শক্তির অধিকারী হতে হবে। শিশুদের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে এই ধরনের প্রতিযোগিতা খুবই ইতিবাচক ভূমিকা পালন করে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সহ পিটিআই ইন্সট্রাক্টর সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন