শেখ আরিফুল ইসলাম আশা :দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন ‘আপনরা আপনাদের বিবেক ও বুদ্ধি বিবেচনা মত কাজ করুন। দুদক না দেখে কোনো মামলা করে না’।
দেশে ইয়াবা ও ফেনসিডিল পাচার হয়ে আসে উল্লেখ করে তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। তা না হলে আমাদের সন্তানরা লেখাপড়া করবে না।


দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার সাতক্ষীরায় সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

তিনি বলেন ‘অনেকে বলেন টাকা হলে পাওয়ার বাড়ে, কিন্তু আমরা প্রমান করেছি টাকা হলে পাওয়ার বাড়ে না। সমাজে কারা দুর্নীতি করছে তা কৃষি প্রদর্শনী প্লটের মতো আমরা দেখিয়ে দেবো। তিনি বলেন যে ছেলে স্কুল কলেজ থেকে পাস করে বের হচ্ছে সে যেনো জনসম্পদের বদলে জন আপদে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল যেনো জনআপদ তৈরির কারখানা না হয়। ব্যাংক , বিকাশ এবং অনলাইন ব্যাংকিংয়ের উল্লেখ করে দুদক চেয়ারম্যান আরও বলেন আমরা অবৈধ টাকা প্রেরণ বন্ধ করবো। চাপ ছাড়া যে কাজ হয় সেটা এবার পুলিশ নিয়োগে আপনারা দেখেছেন উল্লেখ করে তিনি বলেন শিক্ষক নিয়োগে কোনো চাপ প্রয়োগ করা চলবে না। জেলা প্রশাসক এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

‘আমরা কেবল চুনোপুটি ধরি’ এমন সমালোচনার জবাবে দুদক চেয়ারম্যান বলেন গ্রামের মানুষের কাছে তহসিলদারদের মতো চুনোপুটিরা অনেক পাওয়ারফুল । যে কাজ জেলা প্রশাসক পারেন না, যে কাজ পুলিশ সুপার পারেন না , সে কাজ থানার একজন এএসআই করে দিতে পারেন।

গ্রামের ৮০ শতাংশ মানুষের দিকে চেয়ে আছি। দুর্নীতিবাজদের আমরা জনসমক্ষে বের করে আনতে চাই। সরকারি কর্মকর্তাসহ অন্যরা সহযোগিতা না করলে তা করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় সাতক্ষীরা জেেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার সহ  জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এর আগে সার্কেট হাউজে পৌছালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার দুুুুুুদক কমিশনার কে ফুুুুুলেল শুভেচ্ছা জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন