স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের রইচপুর জমিজমা ও পূর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলা চালিয়ে এক মৎস্য ব্যবসায়ীকে গুরুত্ব যখম করা হয়েছে। গুরুত্বর আহত ওই ব্যবসায়ীর নাম মো. রেদোয়ান(২৪)। তিনি সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইচপুর গ্রামের মো. আব্দুল্লাহ সরদারের ছেলে।
আহত রেদোয়ানের পিতা আব্দুল্লাহ সরদার জানান, রইচপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবত জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রেদোয়ান বাজারে মাছ বিক্রি করে রইচপুর বিলে ঘেরে একা কাজ করছিলো। পূর্ব পরিকল্পনা অনুযায়ি সামসুদ্দিনের ছেলে এশাধিক নাশকতা মামলার আসামী আব্দুর রহিমের নেতৃত্বে আব্দুল মজিদ ও আবু সালেকসহ ৫/৬ জন সন্ত্রাসী লোহার রড, দা, কোদালসহ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে রেদোয়ানের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রেদোয়ানের মাথায় কোপ মেরে গুরুত্বর যখম করে তার কাছে থাকা মাছ বিক্রির ৭৫হাজার ১৩৮টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। রেদোয়ানের আত্মচিৎকারে স্থানীয় গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করে। আহতের অবস্থা আশংকজনক হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খুলনা ২৫০ সয্যা হাসপাতালে স্থান্ততর করেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন