সিটিজেন জার্নালিস্ট, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেছেন তোমাদের স্কুলের ক্যাম্পাস হবে ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস। তোমরা যখন ই ক্যাম্পাসে আসবে তখন ই ক্যাম্পের মধ্যে কোন প্লাস্টিকের বজ্য ফেলবেনা।জেলা প্রশাসক বলেন তোমরা প্লাস্টিকের আবর্জনা গুলো নির্দিষ্ট একটি ঝুড়ি বা বাতিতে ফেলবা পরে পৌরসভার লোকজন এসে সেগুলো নিয়ে যাবে।

শনিবার সকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আকষ্মিক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থীদের উদ্যেশ্যে এসব কথা বলেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজে মাটি থেকে প্লাস্টিকের আবর্জনা পরিস্কার করে ঝুড়িতে ফেলেন।

এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বলেন ক্যাম্পাসে কোন রকম প্লাস্টিকের জিনিসপত্র ফেলবেনা, কারন প্লাস্টিকের জিনিস পত্র দীর্ঘ দিন মাটিতে পঁচে না যার কারনে সেখানে কোন গাছ রোপণ করা যায় না। এজন্য প্লাস্টিকের জিনিস পত্র নিদিষ্ট একটি ঝুড়ি বা বালতিতে রাখবে।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের আরো বলেন তোমরা কি জানো জাতির পিতার  মুজিববর্ষ কত তারিখে?  শিক্ষার্থীরা উত্তরে বল্লো ১৭ মার্চ ২০২০। জেলা প্রশাসক শিক্ষার্থীদের আরো বলেন মুজিববর্ষ শেষ হবে কবে? শিক্ষার্থীরা রিপ্লাই দেন ১৭ মার্চ ২০২১ সালে।

এসময় ক্রিয়া মোদী  জেলা প্রশাসক শিক্ষার্থীদের উত্তরেে সন্তুষ্টি প্রকাশ করে স্কুলের ক্রিকেট ব্যাড ও বল নিয়ে শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ খেলায় মেতে উঠেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন