সিনিয়র সচিব পদে পদন্নোতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌপরিবহন সচিব আবদুস সামাদ কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

দ্বারা zime
০ মন্তব্য 226 দর্শন

 

বাংলাদেশ সরকারের তিন সচিব কে সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাথার স্মারক নং ০৫.০০.০০০০.১৩০.১১.০০১.১৮.৮১ তারিখ:২৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ মোতাবেক রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ তামিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব হেলালুদ্দীন আহমদ কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের ২ নং ক্রমিক অনুযায়ী নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব জনাব আবদুস সামাদ কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের তয় কলাম অনুযায়ী জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব জনাব মোঃ আনিছুর রহমান কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

এদিকে নৌপরিবহন সচিব জনাব মোঃ আবদুস সামাদ সিনিয়র সচিব পদে পদন্নোতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,  সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গন নৌপরিবহন মন্ত্রনালয়ের সফল সচিব কবি আবদুস সামাদ কে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।               

প্রাসংঙ্গত জনাব মোঃ আবদুস সামাদ ২০০৯ সালে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসাবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন পরে ২০১৫ সালে খুলনা বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।তিনি খুলনা বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা কালীন খুলনা বিভাগের ৫০ হাজার ভিক্ষুক কে ছাগল-গরু-মুরগী- ভ্যান,নগত অর্থ সহযোগিতা দিয়ে তাদের কে ভিক্ষাবৃত্তি থেকে সাধারন জীবনে ফিরিয়ে আনেন।       

– প্রেস বিজ্ঞপ্তি।                                                   







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন