সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বারা zime
০ মন্তব্য 470 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় মুজিববর্ষকে সামনে রেখে ২০২০ সালের সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া ও ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় ২০২০ সালের আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আাবুল কালাম বাবলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা’র সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানার সভাপতি আলহাজ¦ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ আজিজুল হক, আহ্ছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানার সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ মো. আবু দাউদ, সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ¦ আব্দুল হামিদ, মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান ও শেখ নাঈম। ২০২০ সালের সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষায় অংশ নেবে ২৩ জন শিক্ষার্থী। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন