সরকারি শিশু পরিবারের কোমলমতি এতিম শিশুদের উন্নত শিক্ষার সাথে সাথে ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে-এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 460 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক)’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে সরকারি শিশু পরিবার (বালক)’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সরকারি শিশু পরিবারের কোমলমতি এতিম শিশুদের উন্নত শিক্ষার সাথে সাথে ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। কোমলমতি এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা এতিম শিশুদের কল্যাণে অর্থ বরাদ্ধ বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি শিশু যেন বড় হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সাধারণ শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সরকারি শিশু পরিবার (বালক) পরিচালনা কমিটির সদস্য ড. দিলারা বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক)’র উপ-তত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, সমাজসেবা প্রবেশন অফিসার সুমনা শারমিন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে এমপি রবি ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন। বিকালে সরকারি শিশু পরিবার (বালক)’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা সমাজসেবা অধিদফতর, সরকারি শিশু পরিবার (বালক)’র কর্মকর্তা-কর্মচারী ও এতিম শিশুরা উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন