সাতক্ষীরায় জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতি শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 321 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতি শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা চিংড়ি চাষে অনন্য জেলা। সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি রপ্তানী করে সাতক্ষীরা জেলা সরকারের রাজস্ব খ্যাতে বড় অবদান রেখে চলেছে। দেশের মধ্যে সাতক্ষীরা জেলার চিংড়ি পোনা ব্যবসায়ীরা যেন ভালভাবে ব্যবসা করতে পারে সেবিষয়ে হ্যাচারী মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন। চিংড়ি পোনা ব্যবসায়ীদের স্বার্থে ভাল উন্নতমানের চিংড়ি পোনা সরবরাহের আহবান জানান।’
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি ও কক্সবাজার ০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ’র মহাসচিব নজিবুল্লাহ, সোনারগাঁ হ্যাচারীর স্বত্বাধিকারী লেলিন, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ’র কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, খুলনা অঞ্চলের রেড স্টার হ্যাচারীর স্বত্বাধিকারী সহিদ ফারুক সাচি, হ্যাচারী মালিক রংধনুর আলাউদ্দিন সেলিম, বিশিষ্ট চিংড়ি চাষী মুজিবুর রহমান টুটুল, বিসমিল্লাহ হ্যাচারীর রাজ, ন্যাশনাল হ্যাচারীর আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বেঙ্গল হ্যাচারীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম, বলাকা হ্যাচারীর স্বত্বাধিকারী সহিদ, খুলনা ন্যাশনাল হ্যাচারীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম, চিংড়ি পোনা ব্যবসায়ী পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রুহুল আমিন, মো. ইব্রাহীম, মো. ফারুক হোসেন, আলহাজ¦ আব্দুল কুদ্দুস, ডব্লু ফিস’র রবি, বকুল, মুজিবুর রহমান, ফিড ব্যবসায়ী কেশব বিশ্বাস প্রমুখ। এসময় দেশের বিভিন্ন হ্যাচারী মালিক, চিংড়ি পোনা ব্যবসায়ী ও চিংড়ি চাষীরা উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন