খুলনার চুকনগরে ইয়াবাসহ বেশ কয়েকটি মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী মাহাবুবকে আবারও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সূত্র জানায় খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, এস আই মুক্ত রায় চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন চুকনগর গ্রামের শেখ খায়রুল বাশারের বসত বাড়ির সামনে থেকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের রুস্তম আলী ফকিরের পুত্র মাহাবুবুর রহমান ফকির (৪৩) কে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশী করে বিশেষ কৌশলে রাখা একটি নীল রংয়ের এয়ার টাইট প্যাকেটের মধ্যে থাকা ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

সে একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী, তার নামে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সে এই মাদকের উৎস সহ তার অন্যান্য সহযোগীদের বিষয়ে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে বলেও পুলিশ সূত্র জানায়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা খুলনার পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন