মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সকল কাজে সম্পীতি-সৌহার্দ্য ও ভাল ব্যবহার শ্রেয়। সাতক্ষীরা প্রেসক্লাব জেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম মিলনস্থল। প্রেসক্লাব কারও পৈত্রিক সম্পত্তি নয় যে এই জায়গাটি কলুষিত করে কেউ কুক্ষিগত করে রাখবে। সাতক্ষীরা প্রেসক্লাব অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের ভরসাস্থল। সাতক্ষীরার মানুষের সাথে অন্যায়-অন্যায্য আচরণ করার জন্য প্রেসক্লাবকে অনেকে ব্যবহার করেছে। অন্যায়-অনৈতিকতা কখনো টিকে থাকে না। সাংবাদিকরাই প্রেসক্লাবে অবাধে যাতায়াত করবে। কোনো অসাংবাদিক যেনো প্রেসক্লাবকে কুক্ষিগত করতে না পারে সেদিকে জেলার সাংবাদিকদের সচেতন থাকতে হবে। কর্মরত সাংবাদিকরা যেনো অবাধে সাতক্ষীরা প্রেসক্লাবে যাতায়াত করতে পারে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সেদিকে সজাগ থাকতে হবে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কর্মরত সাংবাদিকদের প্রাপ্য সদস্যপদ প্রদান করা নৈতিক কাজ। অস্বচ্ছল সাংবাদিকদের সহযোগিতা করতে তাদের কল্যাণে আর্থিক সহযোগিতা, আবাসনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। সাংবাদিকরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেদিকে নেতৃবৃন্দকে অগ্রসর হতে হবে। সাতক্ষীরা প্রেসক্লাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের অন্যতম প্রতিষ্ঠান। প্রেসক্লাবের নেতৃত্ব পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত আদর্শের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল নেতৃবৃন্দের।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র জেলা প্রতিনিধি মোজাফ্্ফর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাবাস’র জেলা প্রতিনিধি এ্যাড. অরুণ ব্যানার্জী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সদস্য অসীম বরণ চক্রবর্তী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, আরটিভি’র জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা আরও বলেন, ‘সাতক্ষীরা প্রেসক্লাবে সদস্য পদ বঞ্চিত নির্যাতিত সাংবাদিক সমাজের আন্দোলন সংগ্রামের আজ প্রতিফলন ঘটেছে। সেই প্রতিফলন হচ্ছে সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি হয়ে কাজ করছে কিছু জামাত-বিএনপি ও রাজাকার পরিবারের বংশধররা। অভিযুক্ত এসব ব্যক্তিরা নানাভাবে আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ কে এম আনিছুর রহমান, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক যুগের বার্তার সম্পাদক আ ন ম আবু সাইদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাশ কর্মকার, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, দৈনিক যুগেরবার্তার বার্তা সম্পাদক সাংবাদিক খন্দকার আনিছুর রহমান প্রমুখ। মধ্যহ্নভোজের পরে জেলার সাতটি উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগনণার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা প্রেসক্লাব সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন