মাহফিজুল ইসলাম আককাজ:  সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, দৈনিক আজকের সাতক্ষীরা’র সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, দৈনিক দৃষ্টিপাত’র নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, প্রদীপ কুমার মন্ডল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সদস্য ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান জ্যোৎস্না আরা, মোহাম্মদ আলী সুজন, মোহাম্মদ আলী সিদ্দীকি, আবুল কালাম আজাদ, আব্দুর রব ওয়ার্ছি, আশরাফুল করিম ধনি, মুছা করিম প্রমুখ। মধ্যাহ্নভোজের পর পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বনভোজনের আকর্ষণ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন