সাতক্ষীরার পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেছেন নলতা খাঁন বাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৬তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করা হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা মুলক কার্যক্রমের পরিকল্পনা করলে তাদের কে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন পবিত্র নলতা খাঁন বাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর ৫৬তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ উপলক্ষে রওজা পাঁক সহ ঐ এলাকা জুড়ে কয়েক স্থরের নিরাপত্তা থাকবে।সাথে থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি।শনিবার বিকালে নলতা কলেজ মাঠে পুলিশী নিরাপত্তা মূলক ব্রিফিংয়ে এসব কথা বলেন পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। ব্রিফিং অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, স্পেশাল ব্রাঞ্চের সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মোঃ মিজানুর রহমান, ডিআইও(১), কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উক্ত নিরাপর্ত্তা মুলক বিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।