মাদক নিয়ন্ত্রনে সাতক্ষীরা থানার পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মুলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এর দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দিন-রাত অভিযান পরিচালনা হচ্ছে।
জানা যায়, সাতক্ষীরা থানায় গত ৪০ দিনে বিপুল পরিমান মাদ্রক দ্রব্য উদ্ধার হয়েছে। উদ্ধারের তালিকায় রয়েছে ১৬ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ২৯৮ বোতল ফেন্সিডিল, ১৯৫২ পিচ ইয়াবা ও ৪ বোতল মদ। এ ঘটনায় ৪২টি মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৪৪ জন। গত ১ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত সাতক্ষীরা থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
অপরদিকে, শুধু জানুয়ারী মাসেই গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩৯০ জন ও ১৩ জন আদালতের সাজাপ্রাপ্ত আসামী পুলিশের চলমান বিভিন্ন অভিযানে গ্রেফতার হয়েছে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমার থানার প্রত্যেকটি অফিসার দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্বশীল হওয়ায় ও সমন্বয় থাকায় মাদক অভিযানে ব্যাপক সফলতা আসছে। মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করছে পুলিশ এটাও জানান তিনি।তিনি জানান জানুয়ারি মাসে ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৫ জন মাদক ব্যবসায়ী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তাদের কে সুস্থ জীবনে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত: সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় টানা ১৬ বার জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ক্রেস্ট পেয়েছেন পুলিশ সুপারেে নিকট থেকে।