বিশাল পৃথিবী অপার সম্ভাবনার আধার। একে যতটা কাজে লাগানো যাবে তত সফলতা আসবে। ব্যক্তির দুর্বলতা নয়, সুপ্ত প্রতিভার দিকেই নজর রাখা প্রয়োজন। মনে রাখতে হবে ফেসবুক কোন বুক বা বই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিয়তা সফলতার অন্তরায় হতে পারে।

খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের আয়োজনে আজ (সোমবার) সকালে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনারে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং বক্তা ও পরামর্শক ড. মজিবুর দফতরি এসব কথা বলেন। কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন।

ব্যর্থতাকে সফলতার সোপান মনে করে নিজের দক্ষতার নিরন্তর উন্নয়নের পরামর্শ দিয়ে প্রায় দেড় ঘন্টাকাল বক্তৃতায় ড. মজিবুর আরও বলেন, স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে দক্ষ হয়ে ওঠার মূল কথা।

সহযোগী অধ্যাপক শঙ্কর কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান।

এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহযোগী অধ্যাপক মোঃ মামুন কাদের, তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন