সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক যুবক কে আটক করেছে।আটককৃত যুবকের নাম আজিজুল ইসলাম (২৭)। সে গোবিন্দ কাটির ইউনুসের পুত্র।

সাতক্ষীরা থানা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর  দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে খুলনা রেঞ্জ ডিআইজি কতৃর্ক মনোনীত রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নুর আলম খাঁন, রেঞ্জের শ্রেষ্ঠ  এএসআই শাহানুর,এএসআই সাইফুল(১),এএসআই নজরুল ও সঙ্গীয় ফোর্স শুক্রবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউডাঙ্গার  গোবিন্দ কাটি তিনরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ আজিজুল ইসলাম(২৮) কে আটক করতে সক্ষম হয় সাতক্ষীরা থানা পুলিশের ঐ চৌকস টিম।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে জানান আটককৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সহ আরো ১৪ জন মাদক ব্যবসায়ী দুই মাস আগে  ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সাতক্ষীরা থানায় এসে আত্মসমর্পণ করেন। আমরা তাদের কে ফুল দিয়ে স্বাগত জানাই এবং তাদের কে অবজারভেশনে রাখি মাদক ব্যবসা আবার করে কিনা তা দেখার জন্য।  পরে গতকাল আমাদের কাছে খবর আসে আত্মসমর্পণকারী মাদক ব্যবসী পুলিশের চোখ ফাকি দিয়ে পুনরায় মাদক ব্যবসা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই কালে সোর্সের মাধ্যমে আজিজুলের কাছে মাদক কিন্তে দিলে সে টাকা নিয়ে মাদক দেয় এসময় মাদক কেনা-বেচা কালে আজিজুল কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। সাতক্ষীরা থানার ওসি আরো বলেন আটককৃতের নামে সাতক্ষীরা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন