যে সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পেলেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাননি বা সংগ্রহ করতে পারেননি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে খুলনা সদর থানা নির্বাচন অফিস। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে আগামীকাল ৪ মার্চ-২০২০ তারিখের মধ্যে খুলনা সদর থানা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত ছক অনুসারে তথ্য প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন।বিষয়টি PID Khulna ফেইসবুক আইডির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে খুলনা জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।এসময় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ সজিব খান সহ সংশ্লিষ্ট অফিসের উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন