বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৫ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। শনিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে উদ্ধারকৃত মোবাইল গুলো প্রকৃত মালিক দের মাঝে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সাতক্ষীরা জেলা পুলিশের সূত্র জানায় মোবাইল গুলো বিভিন্ন সময়ে হারিয়ে যায়। পরে হারানো মোবাইলের আইএমই নাম্বার ও সিমের মোবাইল নং লিখে থানায় জিডি করে হারানো মোবাইলের মালিকগণ। পরে সেই জিডি র সূত্র ধরে ও পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক তথ্য প্রযুক্তির সাহায্যে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৫ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হন। অতপর ১৪ মার্চ ২০২০ তারিখ সকালে জিডি র কাগজ দেখে হারানো মোবাইলের প্রকৃত মালিকদের ঠিকানায় ফোন দিয়ে পুলিশ সুপার কার্যালয়ে ডেকে ৪৫ জনের হারানো মোবাইল তুলে দেওয়া হয়। এসময় হারানো মোবাইল ফিরে পেয়ে তারা আবেগে আপ্লুত হন এবং সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল হস্তান্তরের সময় সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃজিয়াউর রহমান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান সহ হারানো মোবাইল ফিরে পাওয়া ৪৫ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
প্রাসংঙ্গত সাতক্ষীরা জেলা পুলিশ ইতিপূর্বে বিভিন্ন সময়ে হারানো প্রায় ৩০০-৪০০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছেন।