
উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে শুক্রবার খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের লাল নিশানযুক্ত বাড়ি পরিদর্শনে যান এবং তারা যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন কিনা তার খোঁজ খবর নেন।এসময় খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক রুপসা উপজেলার সেনের বাজারে পরিদর্শনে যান । এসময় মূলতঃ জনগণ সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা তা পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হন সেজন্য হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হয়।এসময় খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম সহ অগ্রগামী সেনাবাহিনী দল ও খুলনা জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
