জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ প্রকাশনা ’বাতিঘর’ বইটি সাতক্ষীরা জেলার (০৮) টি থানার প্রতি থানায় একশত করে মোট আটশত বই ও জেলা পুলিশের ক্যালেন্ডার এবং কোভিড-১৯ প্রতিরোধ এর লক্ষ্যে মাস্ক,হ্যান্ড গ্লোভস, PPE(Personal protection equipment) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাঁর কার্যালয় থেকে আট থানার ওসিদের কাছে এসব হস্তান্তর করেন। এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,হেড কোয়াটার সার্কেল মোঃ জিয়াউর রহমান,বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিআইওয়ান মিজানুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদন্যগণ এসময় উপস্থিত ছিলেন।