করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার পিএন হাইস্কুলের মাঠে (পিটিআই মাঠ) স্থানান্তর করা হচ্ছে।
রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল পিএন হাইস্কুল মাঠে স্থানান্তরিত কাঁচা বাজার পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এনডিসি স্বজল মোল্লা, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানসহ বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বাজার পরিদর্শনকালে সকলের প্রতি অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার নির্দেশনা দেন।
একই সাথে জেলা প্রশাসকের নির্দেশে সব দোকানের সামনে নিরাপদ দূরত্ব সূচক গোল মার্ক করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, করোনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঁচা বাজার পিএন হাইস্কুলের (পিটিআই মাঠ) মাঠে বসবে। এতে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন