খুলনা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রতিদিনের ন্যায় আজ রাতেও দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
সমগ্র বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ঘোষিত “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন এরকম হতদরিদ্র, অসহায়, শ্রমিক ও দিনমজুর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনসমাগম এড়িয়ে ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সমন্বয়ে প্যাকেজ হিসেবে এ সকল খাদ্যদ্রব্য বিতরণ করেন তিনি।
বিতরণকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত থেকে খেটে খাওয়া মানুষদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ বিতরণ করেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), ইউএনও, এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।