করোনার সময় গৃহবন্দি ১৩০০ পরিবারের পাশে দাড়িয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা শাদমান সাকিফ রেজা । ৭০০০ কে জি চাল , ১০০০ কে জি ডাল , আলু ২০০০ কে জি , সাবান ১৩০০ প্যাকেট , লবণ ১৩০০ প্যাকেট , পেঁয়াজ ৬৫০ কে জি । সাতক্ষীরা জেলার শহর এলাকা সহ কুলিয়া ও ভোমরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় তা বিতরণ করা হয়। ভীড় এড়াতে সেগুলো আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাদের সাহায্যে গৃহবন্দি মানুষের বাড়িতে পাঠানো হয়। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহিম ফারহান , কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারুল ইসলাম বকুল , সাধারণ সম্পাদক মোহারম হোসেন , সাংগনিক সম্পাদক সাগর মন্ডল ও বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতা উপস্হিত ছিলেন ।

করোনার প্রভাবে সাতক্ষীরা জেলায় ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আতঙ্ক নয়, সচেতনতা ও সাবধানতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে। এ সময় সে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে থাকার আহ্বান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন