বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের গ্রাসে তছনছ সারা দুনিয়া। এপর্যন্ত আমেরিকা মহাদেশ ও ইউরোপের দেশ কানাডা, ফ্রান্স, স্পেন, ইতালী, এশিয়ার চীন, জাপান, কোরিয়া সিংগাপুরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি উন্নত দেশ এর থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশসহ উপরে উল্লেখিত দেশে সর্বমোট লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়াবহ করোনা ভাইরাস। দিনে দিনে সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। ১২ এপ্রিল ২০২০ রবিবার পর্যন্ত বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সর্বমোট ১৭,৮০,৩১৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০৮,৮২৮ জন।
বাংলাদেশে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ৬২১জন এবং মৃত্যুবরণ করেছে ৩৪ জন।

এছাড়া বিশ্বজুড়ে অসহায় হয়ে পড়ছে অনেক দেশের সব শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশও এর আওতায় রয়েছে। আমাদের দেশের ৬৪ জেলার মতো সাতক্ষীরায়ও কঠিন পরিস্থিতি বিরাজ করছে। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনায় জেলায় চলছে পুরোপুরি লকডাউন। এক এলাকা হতে অন্য এলাকায় চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা।

এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্ধকৃত খাদ্য সহায়তা,সাতক্ষীরা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’,জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল , সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার),সাতক্ষীরা পৌরসভা,সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা,ও লস্কর গ্রূপের সহযোগীতায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে রাত-দিন খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছে -“জ্যোৎস্না আরা”।চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্হা,সাতক্ষীরা জেলা কমিটি,কাউন্সিলর,সাতক্ষীরা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড(সংরক্ষিত) ও সাতক্ষীরা জেলা সুফিয়া কামাল ফেলোশিপ অর্জনকারী, সাধারণ সম্পাদক,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, সাতক্ষীরা জেলা শাখা।
সর্বপ্রথমে সাতক্ষীরা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র মাধ্যমে প্রাপ্ত খাদ্য সহায়তা প্রদান করেন ২০ টি প্রতিবন্ধি পরিবারকে।

তিনি প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা হতে প্রাপ্ত ৫০০ পরিবারকে,দ্বিতীয় দফায় ৫০ পরিবারকে(মোট ৫৫০টি)।
ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি খলিলুল্লাহ ঝড়ুর সহযোগীতায় প্রথম দফায় ১১৫, দ্বিতীয় দফায় ২১৫ পরিবার (মোট ৩৩০টি)।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল এর কার্যালয় হতে প্রাপ্ত ২২ পরিবারকে।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) হতে প্রাপ্ত ১৬ পরিবারকে।
জেলা পরিষদ সাতক্ষীরার প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু কর্তৃক প্রদত্ত ২০ টি পরিবার।

এছাড়া লস্কার গ্রুপের সহযোগিতায় শহরের লস্কার পাড়া, সরকার পাড়া, রাজার বাগান,মাছখোলা ও মধ্য কাটিয়ায় ৪০০ পরিবার।
নিজস্ব ব্যবস্হাপনায় ১৭০টি পরিবারসহ, সর্বমোট ১৫২৮ টি কর্মহীন,অসহায়, দরিদ্র পরিবারের মাঝে, এ সমস্ত খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন