মাহফিজুল ইসলাম আককাজ : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরার কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুস সবুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমরা যদি সচতেন না হয়ে অবহেলা করি তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্থ হবো এবং দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক ও নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, সহ-সভাপতি আব্দুর রকিব, জয়েন্ট সেক্রেটারী শেখ জাকির হোসেন, সড়ক সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময় সাতক্ষীরার ৬০০ জন কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন