মাহফিজুল আক্কাস :প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে রসুলপুর যুব সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করতে হবে। জরুরী প্রয়োজন না হলে কেউ ঘরের বাহির হবেননা। কারণ করোনা ভাইরাস ছোয়াছে রোগ। মানুষের কথার দ্বারাও যে জলকণা বাতাসে ছড়ায় তা থেকেও করোনায় আক্রান্ত হতে পারে যে কোন ব্যক্তি। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান তিনি।’
এসময় সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে রসুলপুর যুব সমিতির উদ্যোগে ১শ’৯০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান বিটু, সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহাবাজ আলী খোকন, নির্বাহী সদস্য আলিম হাসান, মোজাফ্ফার হোসেন, রেবু খান, সাঈদ হাসান, আব্দুল কাদের উজ¦ল, আতিকুর রহমান খান ছট্ট, রুবিনা জামান খান শাওলী, বেনজু আমিন প্রমুখ। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে রসুলপুর যুব সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন