সাতক্ষীরায় এই প্রথম এক ইপিআই টেকনেশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় সদর উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ তার আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং টানানো হয়েছে লাল পতাকা।

সদর উপজেলা নির্বাহী অফিসার  দেবাশীষ চৌধুরী জানান, আমি সহ সদর থানার ইন্সপেক্টর তদন্ত ঘটনা স্থল পরিদর্শক করেছি। সাথে সাথে  একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

আক্রান্ত শহরের উত্তর কাটিয়া এলাকার ছেলে ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ান। তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন।

সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করাতেন। আজ সকালে তার মেডিকেল রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এদিকে, তার করোনা ভাইরাসে আক্রান্তের খবরে জেলা শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন