মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সমেআমলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা জেলার আমের সুনাম ক্ষুর্ন্ন করা যাবেনা। নির্ধারিত সময়ে আম ভাঙ্গা এবং ক্যামিক্যাল ছাড়া আম বাজারজাত করলে দেশে ও বিদেশের বাজারে সাতক্ষীরার আমের চাহিদা আরো বেশি বৃদ্ধি পাবে। করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ পরিবহন বিষয়ে ব্যবস্থা গ্রহণের আম্বাস দিয়ে এমপি রবি আরো বলেন, আম চাষীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে কৃষি কর্মকর্তাদের নজর দেওয়ার আহবান জানান।’
করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে মুল প্রতিপাদ্য উপাস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার মো. মহসিন আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, সুলতানপুর কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী ও আম চাষী এস এম লিয়াকত হোসেন প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন