প্রিয় সাতক্ষীরাবাসী
আসসালামু আলাইকুম।
জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯(করোনা) সংক্রমন চলাকালীন পবিত্র ঈদ-উল-ফিতর এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিন্মোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়েছেঃ-
১। সরকারী সিদ্ধান্তের আলোকে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
২। ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নিজস্ব জায়নামাজ নিয়ে নামাজ আদায় করতে হবে।
৩। কোভিড-১৯(করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদের প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে।
৪। সকল নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতঃ স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাড়াতে হবে।
৫।মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
৬। সকল নামাজের জামাতে আগত মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাক্স ও হ্যান্ড গ্লাবস ইত্যাদি) পরিধান নিশ্চিত করতে হবে।
৭। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
৮। শিশু, বয়োবৃদ্ধসহ যে কোন অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থ্দের সেবায় নিয়োজিত ব্যক্তিদের জামাতে অংশগ্রহণ হতে বিরত থাকতে হবে।
৯। কোভিড-১৯(করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদে ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি, পরস্পর করমর্দন থেকে বিরত থাকতে হবে।
১০। করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের নিকট দেশবাসীর জন্য দোয়া করতে হবে।
১১। বাইক রেস নিষেধ : ঈদের আগে পরে বাইকে করে মহড়া,রেস,শো-ডাউন, একাধিক ব্যক্তির রাইডে চড়া ইত্যাদির ক্ষেত্রে আটক, গ্রেফতার, মামলা ইত্যাদি হবে।
বর্তমানে একেকটা মামলার জরিমানা ২০/২৫ হাজার টাকা।
বিষয়টি অতীব জরুরী
আদেশক্রমে…. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, সাতক্ষীরা।