খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) রবিবার সকালে  খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক অপরাধ সভায় যুক্ত হন।

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) এঁর সভাপতিত্বে খুলনা রেঞ্জ অফিসের সন্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) একেএম নাহিদুল ইসলাম, খুলনা রেঞ্জ পুলিশের পুলিশ সুপার খন্দকার আবু হেনা অহিদুল করিম, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম। এদিকে রেঞ্জ ডিআইজির ভিডিও   কনফারেন্সের অপর প্রান্তে সাতক্ষীরা জেলা পুলিশ,যশোর জেলা পুলিশ,মেহেরপুর জেলা পুলিশ, কুষ্টিয়া জেলা পুলিশ, নড়াইল জেলা পুলিশ, চুয়াডাঙ্গা জেলা পুলিশ, বাগেরহাট জেলা পুলিশ, মাগুরা জেলা পুলিশ যুক্ত হন।

ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)  এসময়  জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খুলনা  রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) কে  অবহিত করেন।

সভায়  রেঞ্জ ডিআইজি সকল জেলার পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
উক্ত ভিডিও কনফারেন্স সভায় এসময়  উপস্থিত ছিলেন সাতক্ষীরা  জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, কারিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, দেবহাটা সার্কেল সিনিয়র এএসপি ইয়াছিন আলী, তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, আর ও আই আজম খান,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান,ট্রাফিক পুলিশের টিআই  সহ সকল থানার ওসি উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার করোনা প্রতিরোধে সকল ইউনিট প্রধান দের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।         

                                                       





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন