করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুতে
আইজিপি’র শোক!!

জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্বপালনকালে করোনাক্রান্ত (কোভিড-১৯) হয়ে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য। করোনা প্রতিরোধের এ সম্মুখযোদ্ধা বগুড়া জেলা পুলিশের কনস্টেবল ফয়সাল আলমের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা জনগণের পাশে থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে প্রাণ দিলেন আমাদের আরও এক বীর সদস্য কনস্টেবল ফয়সাল আলম। দেশ ও জাতির কল্যাণে তাঁর এ অনন্য অবদান সত্যিই প্রশংসনীয়। আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আইজিপি বলেন, প্রিয় সহকর্মীদের হারানোর অব্যক্ত কষ্ট ও গভীর ক্ষত বুকে নিয়েও আমরা দৃঢ় মনোবল এবং অবিচল আস্থার সাথে জনগণের সেবায় অহর্নিশ দায়িত্ব পালন করে চলেছি। বাংলাদেশ পুলিশ দেশের সকল প্রয়োজন ও সংকটে জনগণের পাশে রয়েছে। আগামীতেও সেবার এ ধারা অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন