মাদক-সন্ত্রাস- ইভটিজিং-চোরাচালান ও বাল্যবিবাহ রোধে সাতক্ষীরা সদর থানা পুলিশ বৈকারী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:আসাদুজ্জামান বৈকারী ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ নং বিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন কালে অফিসার ইনচার্জ বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, বৈকারী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও গ্রাম পুলিশ দের মাদক-সন্ত্রাস- ইভটিজিং-চোরাচালান ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় সাতক্ষীরা থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ, পরিদর্শক অপারেশন বিপ্লব কুমার কান্থি সহ সংশ্লিষ্ট এলাকার এসআই ও এএসআই উপস্থিত ছিলেন।
প্রাসংঙ্গত : সারা দেশে প্রথম বারের মত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) দেশের ৬৬০ টি থানার ওসিদের সাথে গত ৯ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ তারিথ পুলিশ হেড কোয়াটার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আইজিপির দিক নির্দেশনা মোতাবেক ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর নেতৃত্বে সাতক্ষীরা জেলার আটটি থানা এলাকায় একযোগে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।