পুলিশি সেবা সর্বসাধারনের মধ্যে নিশ্চিত করা, সন্ত্রাস ও মাদক নির্মূল করার লক্ষ্যে পূবাইল থানার ৩৯, ৪০ ও ৪২ নং ওয়ার্ডের ২, ৪ ও ৭নং বিট পুলিশিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে পূবাইল থানার ৩৯, ৪০ ও ৪২ নং ওয়ার্ডের ২, ৪ ও ৭নং বিট পুলিশিং কার্যক্ররমের উদ্বোধন ঘোষনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ। 

অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। এছাড়া  সহকারী পুলিশ কমিশনার, গাছা জোন, অফিসার ইনচার্জ, পূবাইল থানা ও অন্যান্য অফিসারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ও জিএমপি কমিশনারের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশে সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন