সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট প্রদান কালে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্য নিয়োজিত ছিল। নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ ১৩ পদের বিপরীতে ২৪ জন প্রতিদ্বন্দীতা করেন। ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী কবিরুল হাসান বাদশা আনারস প্রতিকে ৩১৬ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দী জবেদ আলী ছাতা প্রতিকে ২২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু হরিন প্রতিকে ২৯৪ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দী রওশন আলী জাহাজ প্রতিকে ২৭৯ ভোট পেয়েছেন। অন্যান্য পদে বিজয়ী হলেন যারা- সহ-সভাপতি মিয়ারাজ মাহমুদ বাইসাইকেল প্রতিকে ৩৫৬, সহ-সাধারণ সম্পাদক রজব আলী চেয়ার প্রতিকে ৩৫০ ভোট, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম মোবাইল প্রতীকে ২৭৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক ফজলুর রহমান বিনা প্রতিদন্দিতা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক তুহিন গাজী মোরগ প্রতিকে ২৬৬ ভোট পেয়েছে, ইলিয়াছ হোসেন মোবাইল প্রতিকে ২৫৮ ভোট পেয়েছে। ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম ও সমাজকল্যান সম্পাদক কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছে। সদস্য বিজয়ী হলেন যারা কবিরুল ইসলাম ২৫১, মহিদুল ২৫০ ও রায়হান ২২৮ ভোট পেয়েছে। নির্বাচনে ৬২০ জন ভোটারের মধ্যে ৬০২ জন তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু।