মাদক মুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই,মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে পুলিশ কে তথ্য দিন ও পুলিশ কে সহযোগীতা করুন। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক পরিবহনে নিয়োজিত ব্যক্তি, মাদক সংক্রান্তে অর্থ লেনদেনকরী, এবং মাদক ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দানকারী ব্যক্তিদের তথ্য দিন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে পদ্মশাখরা কোহিনুর ক্লাব আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।

খেলায় গাংনিয়া সবুজ সংঘ এবং ভাতশালা ফুটবল একাদশ এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন