গাজীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 178 দর্শন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গাজীপুর সমবায় বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে এ উপলক্ষে জেলা শহরের প্রকৌশলী ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, জেলা সমবায় কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী কামাল উদ্দিন, হাসান আলী, শরীফ হোসেন ঢালী, আনিসুর রহমান আজাদ প্রমুখ।

পরে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে সম্মাননা ও স্মারক বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গাজীপুর সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন